গত বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে (বিজিবিএস) একাধিক লগ্নির প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার। সেই সমস্ত লগ্নি প্রস্তাব বাস্তবায়নের উপর জোর দিতে চাইছে রাজ্য। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বৈঠকে দফতরগুলিকে দ্রুত সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। আগামী বছর বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে ১ ফেব্রুয়ারি। তাই সেগুলি দ্রুত সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার।
হরিকৃষ্ণ দ্বিবেদী দফতরগুলিকে নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য যদি নীতি সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হয় তাহলে তা দ্রুত করতে হবে। এর পাশাপাশি নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর এবং চলচ্চিত্রকে নিয়ে দুটি সেক্টর কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের পাশাপাশি বিভিন্ন শিল্প-মহলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যসচিব। দুটি পর্যায়ে বৈঠক হয়। প্রথমটি হল রফতানি বাণিজ্য সংক্রান্ত বৈঠক এবং দ্বিতীয়টি হল বিজেপিএস টাস্ক ফোর্সের বৈঠক। রফতানি ক্ষেত্রে আলোচনা হয়েছে বিদ্যুতের মাশুল নিয়ে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জানানো হয় রাজ্যে বিদ্যুতের মাসুল কমলে সে ক্ষেত্রে রফতানিতে আরও গতি আসবে। মুখ্যসচিব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।