আইপিএস বদল এবং কয়েকটি দফতরের সচিব স্তরে রদবদল করা হল। কয়েকজন সচিবকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। আবার কয়েকজনকে পদে থেকে সরানো হয়েছে। তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হল আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে ওই দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার অনুপকুমার আগরওয়ালকে। তবে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে আগের মতোই আছেন রাজীব কুমার।
এদিকে তথ্যপ্রযুক্তি দফতর সূত্রে খবর, তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব পদ থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে ডিজি রাজীব কুমারকে। এবার থেকে এই দায়িত্ব সামলাবেন অনুপ আগরওয়াল। রাজ্যের এডিজি (সিআইডি) পদে যখন ছিলেন রাজীব কুমার তখন ২০১৯ সালে এই আইপিএস অফিসারকে তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই পদটি প্রশাসনের অন্দরে আইএএস ‘ক্যাডার পোস্ট’ হিসাবেই চিহ্নিত ছিল। রাজীব কুমারের ওই পদে নিয়োগ স্বাভাবিক ধারার ব্যতিক্রম বলে অনেকের নজরে আসে। এটাকে রাজনৈতিক গুরুত্বসম্পন্ন পদক্ষেপ বলে ব্যাখ্যা করেন অনেকে।
আরও পড়ুন: তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ উদ্ধার মুর্শিদবাদে! ধর্ষণ করে কি খুন? তদন্তে পুলিশ
অন্যদিকে রাজীব কুমার পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের এক অভিজ্ঞ আইপিএস অফিসার। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়। সেই দায়িত্বেই এখন বহাল থাকছেন রাজীব কুমার। আর তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন আইএএস অনুপকুমার আগরওয়াল। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। অনুপকুমার নিজেও একজন দক্ষ আমলা। তাঁর হাত ধরেই এবার রাজ্যের ডিজিটাল পরিকাঠামো ও তথ্যপ্রযুক্তির রূপরেখা নতুন করে সাজানো হবে বলে নবান্ন সূত্রে খবর।