তৃণমূলের মদতে উত্তরবঙ্গে বিপুল GST চুরি হচ্ছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘নকল ভাউচার ছাপিয়ে উত্তরবঙ্গে ওপর দিয়ে যে গাড়ি যায় তার থেকে জিএসটি চুরি করে কয়েকজন দালাল। তাঁদের একজনের নাম উল্লেখ করে তাঁর সম্পত্তির খতিয়ানের পরিমানও তুলে ধরেন সুকান্তবাবু। যা চোখ কপালে তোলার মতো।
আরও পড়ুন - পুজোর মধ্যেও আরজি কর নিয়ে পথে থাকবে বিজেপি, উপায় বাতলে দিলেন শুভেন্দু
পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু
সুকান্তবাবু জানান, উত্তরবঙ্গে তৃণমূল নেতাদের মদতে গত ৩ বছর ধরে দেদার জিএসটি চুরি চলছে। ভুয়ো ভাউচার ছাপিয়ে সমস্ত গাড়ি থেকে জিএসটি আদায় করা হচ্ছে। আলকাতরা থেকে সোনা কিছুই বাদ যাচ্ছে না। এর পিছনে রয়েছেন ধীরাজ ঘোষ ও বিনয় বর্মন। এদের মধ্যে ধীরাজ ঘোষ তৃণমূল নেতা গৌতম দেবের ঘনিষ্ঠ। ধীরাজ ঘোষের স্ত্রী রাজ্য সরকারের জিএসটির আধিকারিক। এই ধীরাজ ঘোষের নামে ওই এলাকায় ৪০০টি সম্পত্তি রয়েছে বলে জানা যায়। তার মধ্যে ১৫০টি সম্পত্তির তালিকা ও দলিল আমরা রাজ্য সরকারের ওয়েবসাইট থেকে বার করতে পেরেছি।’ একথা বলে টেবিলের ওপরে থাকা দলিলের স্তূপ দেখান সুকান্ত।
সুকান্তবাবু বলেন, একজন দালালের কাছে এত সম্পত্তি থাকলে নেতাদের কাছে কত সম্পত্তি রয়েছে একবার ভেবে দেখুন। এই সম্পত্তির ভাগ কালীঘাটে এসেছে কি না কে জানে? তবে এরা তো দুর্নীতির টাকা নিজের এলাকায় রাখে না। ভাইপো যেমন দুবাইয়ে পাচার করে দিয়েছে। তেমনই এরাও বিহারে, নেপালে কত সম্পত্তি কিনে রেখেছে কে জানে?
আরও পড়ুন - কলেজে ভরতি হতে TMC নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে হয় মেয়েদের, বিস্ফোরক দাবি
সুকান্তবাবু জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরে মৌখিকভাবে জানিয়েছেন তিনি। দ্রুত লিখিতভাবে সমস্ত প্রমাণসহ অভিযোগ দায়ের করবেন। সুকান্তবাবুর দাবি, এই দুর্নীতির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথভাবে অন্তত ১০০ কোটি টাকা টাকা লোকসান হচ্ছে।