রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতার বিশ্বাসযোগ্যতা নিয়ে ফের প্রশ্ন তুলল সিপিএম। শনিবার কলকাতায় রেড রোডে ইদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বিজেপিকে এরাজ্যে আনার জন্য আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত।সুজনবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সংসার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছেন। নইলে পশ্চিমবঙ্গে বিজেপি দাঁত ফোটাতে পরাত না। তিনি সেই অপরাধটাকে স্বীকার করুন। ক্ষমা চান, যে আমি পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকিয়েছি। বিজেপির সঙ্গে সরকার করেছি। আজও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে RSS-এর শাখার সংখ্যা বাড়ছে’।তিনি আরও বলেন, বিজেপি রাজ্য তথা দেশের জন্য ক্ষতিকর সেব্যাপারে কোনও সংশয় নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা বিশ্বাসযোগ্য নয়। তিনি রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি নির্বাচনে প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দিয়েছেন। ত্রিপুরা - গোয়ার মতো রাজ্যে যেখানে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই সেখানে কোটি কোটি টাকা খরচ করে ভোটে লড়ে কংগ্রেস ও বিরোধী জোটকে দুর্বল করেছেন। ওনার কথা কেউ বিশ্বাস করবে না। সবাই জানে, ওনার লক্ষ্য সংখ্যালঘুদের ভোট নেওয়া। তাদের কল্যাণ করা নয়।