Hindustan Times
Bangla

হলুদ স্কার্ট আর ফুলের গয়নায় সেজে ছোট্ট কৃষভি, মেয়ের মুখেভাতের অনুষ্ঠানের আরও নতুন কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী।

মুখেভাতের অনুষ্ঠানের আগে স্নান করানো হবে কৃষভিকে, আদরের মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কাঞ্চন মল্লিক।

বাথটাবে বালিশ দিয়ে শুইয়ে দেওয়া হয়েছে ছোট্ট কৃষভিকে। এদিকে কিছুই না বুঝে তখন কান্না জুড়েছে কাঞ্চন কন্যা।

মেয়ের অন্নপ্রাশনের আগে রীতিনীতি পালনে ব্যস্ত শ্রীময়ী চট্টরাজ।

দিদুনের আদুরে নাতনি, ছোট্ট কৃষভি তখন কার দিকে তাকিয়ে ছিল?

খানিকটা যেন বিয়ের মতো, তখন বাথটাবে দাঁড় করিয়ে স্নান করানো হচ্ছে কাঞ্চন-শ্রীময়ী কন্যাকে।

অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে ছোট্ট কৃষভির মুখে প্রসাদ দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। 

অন্নপ্রাশনের আগে প্রথা মেনে হয় কৃষভির গায়ে হলুদের অনুষ্ঠান।

গায়ে হলুদের অনুষ্ঠানে ছোট্ট কৃষভিকে পরানো হয়েছে টোপর।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন।