সংক্ষিপ্ত জবাব দিয়েছেন মদন। তবে জবাবে তিনি দলের কাছে নিঃশর্ত ক্ষমা যেমন চেয়েছেন তেমনি নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। কোন পরিস্থিতিতে তিনি ওই মন্তব্য করেছিলেন এবং কী বোঝাতে চেয়েছিলেন তা জানিয়েছেন।
মদন মিত্র (ফাইল ছবি)
সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।ট্যাঙ্কে শো-কজ করেছিল দল। নির্ধারিত সময়ের মধ্যেই দলের প্রশ্নের জবাব পাঠালেন কামারহাটির এই বিধায়ক। সোমবার রাতে তিনি ইমেলের মাধ্যমে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে নিজের বক্তব্য পেশ করেছেন বলে খবর। (আরও পড়ুন: ভবিষ্যতে ফের ধর্ষণের জন্যে ভিডিয়ো করতে বলা হয়, কসবা কাণ্ডে 'দাদার কীর্তি' ফাঁস)
দলীয় সূত্রে জানা গিয়েছে, সংক্ষিপ্ত জবাব দিয়েছেন মদন। তবে জবাবে তিনি দলের কাছে নিঃশর্ত ক্ষমা যেমন চেয়েছেন তেমনি নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। কোন পরিস্থিতিতে তিনি ওই মন্তব্য করেছিলেন এবং কী বোঝাতে চেয়েছিলেন তা জানিয়েছেন। তবে তাতে দল সন্তুষ্ট কি না, সে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। দল সূত্রের খবর, মদনের পাঠানো ব্যাখ্যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে শীর্ষ নেতৃত্ব। (আরও পড়ুন: কসবা গণধর্ষণকাণ্ডে তদন্তে নয়া মোড়, আরও ৪ জনের ওপর নজর পুলিশের)
উল্লেখ্য, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর, গত শনিবার মদন মিত্র বলেন, ‘ছাত্রীটি কেন একা কলেজে গেল? কাউকে সঙ্গে নিলে বা আগেই জানালে হয়তো এমনটা হত না।’ তিনি আরও বলেন, ‘কলেজে তখন কেউ ছিল না, সেই সুযোগ নিয়েছে অভিযুক্তরা।’