WB Govt on Kolkata Private Bus Case: বাসের মেয়াদ বৃদ্ধি নিয়ে মন্ত্রী বলছেন এক কথা, সরকারি আইনজীবীর মুখে 'অন্য কথা'
Updated: 08 Mar 2025, 10:45 AM ISTহাইকোর্টে বাস মামলার শুননি চলাকালীন রাজ্যের আইনজীবী জানিয়ে দেন, বাসের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত নয়। এর আগে অবশ্য মন্ত্রী বলেছিলেন, বাসের বয়স নয়, স্বাস্থ্য দেখেই মেয়াদ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি তারা।
পরবর্তী ফটো গ্যালারি