দুর্গাপুজোর আগে নিরাপত্তা ঘিরে উত্তেজনা তৈরি হলো কলকাতার অন্যতম বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারকে কেন্দ্র করে। কলকাতা পুলিশের তরফে একের পর এক চিঠি পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের ভূমিকা নিয়েই সরব হয়েছেন তিনি। তবে এ নিয়ে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
আরও পড়ুন: ‘ভিড় সামলাতে’ অপারেশন সিঁদুর থিমের পুজোয় চিঠি পুলিশের, সজল বললেন ‘অ্যালার্জি..’
শুক্রবার বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে দেখেন কমিশনার। সেখানেই সন্তোষ মিত্র স্কোয়ারকে একের পর এক চিঠি পাঠানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, কলকাতা পুলিশের মূল উদ্দেশ্য একটাই, দুর্গাপুজোয় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা। কীভাবে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা যায়, ভিড়ের চাপ সামলানো যায় এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যায় এসব খেয়াল রেখেই চিঠি পাঠানো হয়। প্রতিটি চিঠিই জননিরাপত্তার কথা ভেবে লেখা। প্রতি বছর উপচে পড়া ভিড় সামলাতে হয় এই পুজোমণ্ডপে। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’ ঘিরেও মানুষের ভিড় হবে বলেই মনে করছে আয়োজকরা। সেই প্রেক্ষিতেই কলকাতা পুলিশ মোট চারবার লিখিতভাবে নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার কমিটির কাছে।
তবে এই বিষয়েই ক্ষোভ উগরে দিয়েছেন সজল ঘোষ। তাঁর বক্তব্য, কলকাতায় যদি কোনও পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের মতো ঢোকা-বেরোনোর রাস্তা, পরিকাঠামো ও দর্শনার্থীর চাপ সামলাতে পারে, তবে তিনি পুজো সংগঠনের সঙ্গে আর যুক্ত থাকবেন না। শুধু তাই নয়, তিনি পুলিশের বিরুদ্ধে তাঁদের পুজো কমিটিকে অযথা হয়রানির অভিযোগও তোলেন।