কলকাতার রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা অনেকটাই কমেছে ২০২৪ সালে। এদিকে বেসরকারি বাসের পরিষেবার হালও খুব একটা ভালো নয়। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই এবার রাস্তায় নেমে পড়লেন স্নেহাশিস। জানা গিয়েছে, কলকাতার গুরুত্বপূর্ণ রুটগুলিতে সরকারি বাস চলাচলের বিষয়টি খতিয়ে দেখতে সোমবার রাস্তায় নেমেছিলেন খোদ পরিবহণমন্ত্রী এবং পরিবহণ সচিব সৌমিত্র মোহন। এই আবহে মন্ত্রী স্নেহাশিস দাবি করেন, বর্তমানে কলকাতা ও শহরতলিতে সরকারি বাসগুলির দৈনিক ৩৩০০ ট্রিপ চলে। এরই মধ্যে কলকাতা এবং শহরতলিতে ট্রিপের সংখ্যা বেড়েছে প্রায় ৮০০ থেকে ৯০০। তবে মন্ত্রী এও মেনে নিয়েছেন, এই সংখ্যাটা যাত্রী চাহিদার তুলনায় যথেষ্ঠ নয়। এই আবহে দ্রুত সমাধান সূত্র বের করে আনার আশ্বাস দেন তিনি। (আরও পড়ুন: জাল ছড়িয়ে আরও গভীরে? প্রাক্তনের পর পাসপোর্ট জালিয়াতিতে এবার নজরে ৪ পুলিশকর্মী)