কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায় বনাম কাঞ্চন মল্লিক। গত লোকসভা নির্বাচনের আগেই এই শব্দ বন্ধটা অনায়াসে ব্যবহার করা যেত। তবে রাজনীতিতে অনেক কিছুই বদলে যায়।
এবার নার্সিংহোমে ৬ লাখ টাকা বিল নিয়ে কার্যত কাঞ্চনের পাশে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, এই ব্যাপারে আমি কাঞ্চনের অন্যায় দেখছি না। নার্সিংহোম বিল করেছে। এতে কাঞ্চনের দোষ কোথায়? ডাক্তাররা আন্দোলন করছেন করুন। কিন্তু এত বিল করেন কেন?প্রশ্ন তুলেছেন কল্যাণ।
আসলে কাঞ্চন ও শ্রীময়ী সন্তান জন্মের জন্য একটি নার্সিংহোম ৬ লাখ টাকা বিল করেছিল। সেই বিল নিয়ে ইতিমধ্যেই নানা কথা বলা হচ্ছে। কেন এইভাবে বিপুল টাকা বিল করেন চিকিৎসকরা, নার্সিংহোম কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এদিকে এসবের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি অনুষ্ঠানে এই বিলের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন গরিবদের জন্য স্বাস্থ্যসাথী। আর তৃণমূল বিধায়কের ৬ লাখ টাকা বিল?
তবে এবার সুকান্তর এই বক্তব্যের জবাব দিয়েছেন কল্যাণ। তিনি বলেন, সুকান্ত মজুমদার জানেন না বিধায়করা স্বাস্থ্যসাথী পান না? ফচকে ছেলে একটা।