
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাত পোহালেই রবিবার। আর ওই দিনই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। নির্বিঘ্নে যাতে সেই পরীক্ষা সম্পন্ন হয় তার জন্য এখন থেকেই ব্যাপক তৎপরতা শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন বোর্ড। একাধিক পদক্ষেপ করে সকল পরীক্ষার্থীকে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পরীক্ষায় সফল হলেই নানা কলেজে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার পড়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। ২০২৫ সালে এক লক্ষেরও বেশি পড়ুয়া এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবেন বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরীক্ষার্থীরা অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা দেবে। এই ব্যবস্থাই করা হয়েছে। এই পরীক্ষার জন্য সমস্ত শ্রেণিকক্ষ সাজিয়ে তোলা হয়েছে। পরিষ্কার–পরিচ্ছন্ন করা হয়েছে। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে। যা চলবে দুপুর ১টা পর্যন্ত। আর দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষা দুপুর ২টো থেকে শুরু হবে। আর তা চলবে বিকেল ৪টে পর্যন্ত বলে জানা গিয়েছে। দ্বিতীয়পত্রে দু’টি বিষয়ের প্রত্যেকটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন, সিপিএমের উকিলরা জট পাকাচ্ছেন’, শিক্ষকদের সঙ্গে নিয়ে কুণাল
শিক্ষকরাও প্রস্তুত আছেন এই পরীক্ষা নিতে। সকাল থেকে যাতে পথে বাস–অটো সব স্বাভাবিক থাকে সেটা দেখে নিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। জয়েন্ট পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, রাজ্যের পরিবহণ দফতর, পুলিশ প্রশাসন এবং একাধিক জেলা প্রশাসনও তৎপর থাকছে। কোনও সমস্যা হলে তাঁরা পরীক্ষার্থীকে সাহায্য করবে। রবিবার হাওড়া এবং শিয়ালদা বিভাগের সকল ইএমইউ ট্রেন বিকেল ৪টে পর্যন্ত অন্যান্য দিনের মতো চালানো হবে। যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়।
এছাড়া পথে যদি কোনও সমস্যা হয় তার জন্য বাড়তি ব্যবস্থা থাকছে। অতিরিক্ত পুলিশ রাখা হচ্ছে। বাড়তি যানবাহন রাখা হচ্ছে। সরকারি বাস আগামীকাল বেশি নামবে। যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়। ঠাণ্ডা জলের ব্যবস্থা রাখা হচ্ছে। যেহেতু মারাত্মক গরম পড়েছে। আর জয়েন্ট বোর্ড সূত্রে খবর, রাজ্যের নানা জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা রবিবার নেওয়া হবে। রাজ্যের নানা প্রান্ত থেকে পরীক্ষার্থীরা আসবেন সেই পরীক্ষায় বসার জন্য। অন্য রাজ্য থেকেও পরীক্ষায় বসবেন কয়েক হাজার পরীক্ষার্থী।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports