বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > JU student death arrest: স্বপ্নদীপের মৃত্যুতে ধৃত JU-র প্রাক্তনী, সৌরভের FB অ্যাকাউন্টে আক্রমণ নেটপাড়ার
পরবর্তী খবর
JU student death arrest: স্বপ্নদীপের মৃত্যুতে ধৃত JU-র প্রাক্তনী, সৌরভের FB অ্যাকাউন্টে আক্রমণ নেটপাড়ার
1 মিনিটে পড়ুন Updated: 11 Aug 2023, 11:02 PM ISTAyan Das
JU student death arrest: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করা হল। ২০২২ সালেই যে সৌরভের যাদবপুরের পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছিল। তারপরও যাদবপুরের হস্টেলে থাকত বলে অভিযোগ।
স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় কলকাতায় বিক্ষোভ। (ছবি সৌজন্যে এএনআই)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। স্বপ্নদীপের বাবা রমাপ্রসাদের দায়ের করা এফআইআরে নাম থাকা সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে রাতের দিকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সৌরভ চৌধুরী নামে একজনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের দাবি, এই সৌরভই হলেন স্বপ্নদীপের মৃত্যু মামলার ‘কালপ্রিট’। যে স্বপ্নদীপকে র্যাগিং করত বলে অভিযোগ উঠেছে।
সেই অভিযোগের পর থেকেই ‘সৌরভ চৌধুরী’ নামে ওই ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। ওই অ্যাকাউন্টে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে ওই অ্যাকাউন্টের মালিক মেদিনীপুর কলেজে অঙ্ক নিয়ে পড়েছে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তর করেছে। স্নাতকোত্তরের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার স্মৃতি হিসেবে অ্যাকাউন্টে ছবিও পোস্ট করা হয়েছে। আরও একাধিক পোস্ট আছে ওই অ্যাকাউন্টে। বিশেষত গত ১২ জুলাই ওই ফেসবুক অ্যাকাউন্ট যে পোস্ট করা হয়েছিল, তা নেটিজেনদের বেশি নজর কেড়েছে। যে পোস্টে রাজ্যে ‘সরকারি শিক্ষা-স্বাস্থ্যের বেহাল দশা’ নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছিল।