
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
খাস কলকাতায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর গলায় ছুরি দিয়ে খুন করল স্বামী। তারপর সে নিজে বিষ খেল। এই পরিস্থিতিতে পৌঁছে গেল থানায়। সেখানে গিয়ে গোটা ঘটনা কবুল করে স্বামী। থানার ডিউটি অফিসার গোটা ঘটনা শুনে চক্ষু চড়কগাছ। এমনও কেউ করতে পারে তা ভাবতেই পারেননি তিনি। তবে তড়িঘড়ি ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠিক কী ঘটেছে কাঁকুড়গাছিতে? পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি নিজের স্ত্রীর গলায় ছুরি চালিয়ে খুন করে। তারপর সেই ছুরি নিয়ে সোজায় থানায় চলে আসে। সেখানে নিজের অপরাধের কথা স্বীকার করে পুলিশকে জানায়, সে নিজেও বিষ খেয়েছে। তখন ওই ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর স্ত্রীকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কাঁকুড়গাছির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কেন এই ঘটনা ঘটল? স্থানীয় সূত্রে খবর, স্বামী উত্তম বাকুলির সঙ্গে স্ত্রী ববি বাকুলির নিত্যদিন সাংসারিক অশান্তি লেগেই থাকত। তাদের অশান্তি পাড়া–প্রতিবেশী সবাই জানেন। কিন্তু এমন ঘটনা ঘটতে পারে তা কেউ ভাবতে পারছেন না। এই দম্পতির একটি ছেলে আছে। নাম অভিষেক বাকুলি। তার সামনেই গোটা ঘটনাটি ঘটেছে।
আর কী জানা যাচ্ছে? পুলিশ সূত্রে খবর, এই হাড়হিম করা ঘটনার কথা পুলিশকে প্রথমে এসে জানায় তাদের ছেলে। তারপরই সেখানে ছুরি নিয়ে হাজির হয় উত্তম বাকুলি। উত্তম বাকুলি পুলিশকে জানায়, স্ত্রী ববি বাকুলিকে ছুরি মেরেছে সে। আর সে নিজেও বিষ খেয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ববিকে খুন করেছে উত্তম।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports