রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রশ্ন তুললেন, কী এমন করেছি যে বারবার সম্মানহানি করতে হবে। বৃহস্পতিবার বহরমপুরে এক সভায় সুকান্তবাবু বলেন, ‘এবার হাকিমকে ভিতরে ঢোকাতে হবে।’
সুকান্তর মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার বিভানসভার বাইরে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘কী এমন অন্যায় করে ফেললাম যে আত্মসম্মানটা নষ্ট করে দিতে হবে? সব সময় একটা হেনস্থা। কিছু সোশ্যাল মিডিয়া আর মিডিয়া যেন মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে চলেছে ববি হাকিম তৃণমূল করে মানেই ও অসাধু। আর যারা গেরুয়া রঙের ওয়াশিং মেশিনে চলে যাবে তখনই সে সাধু হয়ে যাবে। এখানে থাকলে অসাধু, সেখানে গেলেই সাধু’।
‘আমাকে জেলে ঢোকানো ছিল ষড়যন্ত্র’, মুক্তি পেয়ে মন্তব্য সিপিএম নেত্রী ফুল্লরার
ফিরহাদ মনে করান, ‘ভারতে আইন, সংবিধান, বিচারব্যবস্থা আছে। যা ইচ্ছা তাই করা যায় না। যা ইচ্ছা তাই বলা যায় না। সবার একটা আত্মসম্মান আছে। এই কাজের জন্য আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে। কেন শুধু অবিজেপি দলের নেতাদের ওপরেই তল্লাশি চলবে? পৃথিবীর সব থেকে বড় পার্টিতে কি কেউ অসাধু নেই। তার মিডিয়া ট্রায়াল হবে না কেন’?