চিটফান্ড তদন্তে কলকাতায় ফের তল্লাশি ইডির। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও শহরতলির অন্তত ৪টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির গোয়েন্দারা। একটি নির্দিষ্ট অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - তৃণমূলের কর্মসমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলে গেল দলের খোলননচে
পড়তে থাকুন - বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল? কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মমতা
প্রয়াগ চিটফান্ড কেলেঙ্কারিতে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে ইডি। কাকভোরে নিউ আলিপুরের সাহাপুর কলোনির আবাসনে সংস্থার মালিকের বাড়িতে এদিন পৌঁছে যান ইডির আধিকারিকরা। সেখানে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। এছাড়া জোকায় ডায়মন্ড হারবার রোডের পাশে একটি ঠিকানায় তল্লাশি চলছে বলে খবর। এছাড়াও ২টি ঠিকানায় তল্লাশি চালছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - মুখপাত্রের পদই পড়ে পাওয়া চোদ্দ আনা অভিষেকের, দলের রাশ হাতে রাখলেন মমতাই
২০১৭ সালের ১৫ মার্চ প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচিকে গ্রেফতার করে সিবিআই। তাদের বিরুদ্ধে আমানতকারীদের মোটা টাকা তছরূপের অভিযোগ রয়েছে। সেই ঘটনার তদন্তে ফের সক্রিয় হল ইডি।