মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে টানা ১৮ ঘণ্টা জেরার পর মানিকের ছেলের অ্যাকাউন্টে থাকা ২ কোটি ৬৪ লক্ষ টাকার উৎস সম্পর্কে নিশ্চিত হল ইডি। অনলাইনে ক্লাস করানোর নামে ওই টাকা প্রাথমিক শিক্ষক শিক্ষণরত ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তাপসবাবু। শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ তাপসবাবু সিজিও কমপ্লেক্স থেকে বেরোন। তাঁকে ফের ডাকা হতে পারে বলে সূত্রের খবর।ইডির সমন পেয়ে বৃহস্পতিবার বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছন তাপসবাবু। সেই থেকে শুরু হয় টানা জেরা। বিভিন্ন তথ্যপ্রমাণ দেখিয়ে তাঁকে প্রশ্ন করেন তদন্তকারীরা। তার মধ্যেই উঠে আসে মানিকের ছেলের অ্যাকাউন্টে থাকা ২ কোটি ৬৪ লক্ষ টাকার কথা। তাপস জানিয়েছেন লকডাউন চলাকালীন অনলাইন ক্লাস করানোর জন্য ছাত্রদের থেকে ওই টাকা তুলতে নির্দেশ দিয়েছিলেন মানিকবাবু। সেই টাকা পাঠানো হয় তাঁর ছেলের সংস্থায়। এমনকী তাপস মণ্ডলের অ্যাকাউন্ট থেকে মানিকের বিভিন্ন আত্মীয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে মেনে নিয়েছেন তিনি।ওদিকে গোয়েন্দারা জানতে পেরেছেন মোট ৪টি ট্রাস্টের মাধ্যমে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান চালাতেন তাপস মণ্ডল। সেই জোরেই শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠনের সভাপতি হয়েছিলেন তিনি।