
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কলকাতা বইমেলার ১ নম্বর প্য়াভেলিয়নে সুভাষ চন্দ্র বসুর নামে নামাঙ্কিত হলের বাইরে নেতাজির জন্মতারিখ লেখা হয়েছে ২৩শে জানুয়ারি ১৮৯৭। আর যে মহান বীরের মৃত্যুদিন এখনও নির্ধারিত হয়নি, মৃত্যু রহস্য এখনও চূড়ান্তভাবে উদঘাটিত হয়নি অথচ কলকাতা বইমেলার মতো ঐতিহ্যশালী সমারোহে উল্লেখ করা হল নেতাজির মৃত্যুর দিন। লিখে দেওয়া হল কলকাতা বইমেলার প্যাভেলিয়নে। লেখা হয়েছে ১৮ই অগস্ট। ১৯৪৫। আর এই ছবি দেখে বইমেলা কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। কেন এব্যাপারে সতর্কতা অবলম্বন করা হল না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ইতিমধ্যেই এনিয়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেন,'নেতাজিকে নিয়ে বহু কমিটি হয়েছে। কিন্তু কেউই এখনও বলেননি নেতাজির কবে মৃত্যু হয়েছে, বা মৃত্যু হয়েছে কি না। চিন্তাভাবনা করে লেখা উচিত। সরকারের এখন দুরাবস্থা। সরকারের চিঠি ভুল যাচ্ছে। সরকারি প্রোগ্রামে ভুল থেকে যাচ্ছে। নিজেদের লোককে বসাতে গিয়ে এমন ভুল থেকে যাচ্ছে যে তাদের দায়িত্ব নেই। গুরুত্বও বোঝেন না। 'পাশাপাশি তিনি বলেন, 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এমন হালকা মন্তব্য করা, লেখা যাঁর সঙ্গে সারা দেশের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে সেই অধিকার তাদের কেউ দেয়নি।' তীব্র প্রতিবাদ জানালেন দিলীপ ঘোষ।
৳7,777 IPL 2025 Sports Bonus