বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের চার্জশিটে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলি গুন্ডা পরেশ পালের নাম উল্লেখ করল সিবিআই। বুধবার ওই মামলার চার্জশিটে মোট ১৮ জনের নাম উল্লেখ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। তার মধ্যে পরেশ পাল ছাড়াও রয়েছেন ২ তৃণমূলি কাউন্সিলর।২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন নারকেলডাঙায় নিজের বাড়ির সামনে বিজেপি নেতা অভিজিৎ সরকারকে তৃণমূলের দুষ্কৃতীরা নৃশংসভাবে পিটিয়ে মারে বলে অভিযোগ। অভিযোগ ওঠে, বেলেঘাটার বাহুবলি তৃণমূল বিধায়ক পরেশ পালের মদতে এই হত্যাকাণ্ড চালিয়েছে তার আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রথম দিন থেকেই পরেশ পালের গ্রেফতারি দাবি করছিল নিহত অভিজিৎ সরকারের পরিবার। আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর কয়েকবার পরেশ পালকে ডেকে জেরা করেন তদন্তকারীরা। এবার চার্জশিটে উল্লেখ হল তাঁর নাম।বেলেঘাটা এলাকার একদা দণ্ডমুণ্ডের কর্তা পরেশ পালের দাপট বয়সের ভারে এখন কিছুটা কমে গেলেও তাঁর সাঙ্গপাঙ্গদের দাপট এখনও অব্যহত। পরেশ পালেন নাম ছাড়াও চার্জশিটে রয়েছে ওই এলাকার ২ কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম।এই খবর পেয়ে রাজ্য বিজেপির বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘দলীয় কর্মীর মৃত্যুতে আমাদের যে দুঃখ ছিল সিবিআই চার্জশিটে পরেশ পালের নাম দেখে আমাদের মনে অন্তত শান্তি এসেছে। সিবিআই তদন্তটা অনেকটা গুছিয়ে নিয়ে এসে একেবারে পিন পয়েন্টে যারা এর সঙ্গে যুক্ত তাদের পর্যন্ত পৌঁছতে পেরেছে। যে নৃশংসতায় অভিজিৎ সরকারকে হত্যা করা হয়েছিল তা তালিবান দেখায় কি না সন্দেহ।’