পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির উৎস নিয়ে তদন্ত হওয়া উচিত। শুক্রবার SSC নিয়ে এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে এদিন পার্থবাবুর পক্ষে আইনজীবী ছিলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, ‘পোষ্য কুকুরের জন্য নাকতলায় পার্থবাবুর একটা ফ্ল্যাট আছে জানেন তো? তাঁর সম্পত্তির হিসাব আদালতে পেশ করা হোক।’গত বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জারি করা নির্দেশ পুনর্বিবেচনার জন্য এদিন ফের তাঁর এজলাসে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু হিতে হয় বিপরীত। নির্দেশ পুনর্বিবেচনা তো দূর অস্ত। উলটে পার্থবাবুকে সম্পত্তির হিসাব পেশ করতে বলেন বিচারপতি।কল্যাণবাবুকে তিনি বলেন, ‘নাকতলায় পোষা কুকুরের জন্য ওনার একটা ফ্ল্যাট আছে জানেন তো? এত সম্পত্তির মালিক হলেন কী করে? ওনার সম্পত্তির মালিক আদালতে পেশ করা হোক। সুযোগ পেলে গান্ধী পরিবারের আয়ের উৎস কী তাও জানতে চাই।’পার্থবাবুর পদত্যাগ নিয়ে নির্দেশনামায় নিজের মন্তব্য প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি আমার মতামত জানিয়েছি মাত্র। বিশ্বের বিভিন্ন নেতারা এই দৃষ্টান্ত রেখেছেন। আমাদের দেশে লালবাহাদুর শাস্ত্রী এই নজির স্থাপন করেছেন। বাংলা কেন পারছে না? পার্থবাবু কিছুই জানতেন না এটা আমি মানি না। সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের বিরুদ্ধে পদক্ষেপ হোক, এটাই আমি চাই।’