প্রত্যাশিতভাবেই সাধারণ বাজেটের সমালোচনায় মুখর হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট নিয়ে টুইটারে মমতার প্রতিক্রিয়া, ‘কাজের কাজ না করে বাগাম্বড়ে ডুবে রয়েছে সরকার’। একই সঙ্গে পেগাসাস ইস্যুতেও কেন্দ্রকে খোঁচা দিয়েছেন তিনি।
এদিন নির্মলা সীতারামনের বাজেট ভাষণ শেষ হওয়ার পর টুইটারে মমতা লেখেন, এই বাজেটে বেকারত্ব ও মুদ্রাস্ফীতিতে চূর্ণ সাধারণ মানুষের জন্য রয়েছে শুধু শূন্য। সরকার কাজের কাজ না করে বাগাম্বড়ে মেতে রয়েছে। পেগাসাস ঘূর্ণি বাজেট।
বলে রাখি, এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য তেমন কিছুই দিতে পারেননি নির্মলা সীতারমন। অপরিবর্তিত রয়েছে আয়করের হার। তবে রাজ্য সরকারি কর্মচারীদের NPS-এ করছাড়ের মাত্রা ১০ – ১৪ শতাংশ করেছে কেন্দ্র। এর বাইরে তেমন কোনও সুবিধা পাননি মধ্যবিত্ত।
বাংলার মুখ খবর