সোমবার সকালে আচমকায় অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমে তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতাল এবং পরে আজ সকালেই তাঁকে স্থানান্তর করা হয়েছে বাইপাসের হাসপাতালে। রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। এদিন রাজ্যপাল আনন্দ বোসকে বাইপাসের হাসপাতালে দেখতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন: অসুস্থ রাজ্যপাল, দেখে এলেন মমতা, কী লিখলেন শুভেন্দু, কেমন আছেন বোস?
জানা গিয়েছে, সোমবার কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় স্থির হয়েছিল রাজ্যপালকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। রাজ্যপাল নিজেও অন্য হাসপাতালের চিকিৎসা করাতে চাইছিলেন। সেই মতোই মঙ্গলবার সকালে বাইপাসের হাসপাতালে রাজ্যপালকে স্থানান্তর করা হয়। এদিন বেশ কিছুক্ষণ হাসপাতালের ভিতরে ছিলেন সুকান্ত মজুমদার। তবে রাজ্যপালের সঙ্গে তাঁর কথা হয়নি। হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি জানান, রাজ্যপালকে দূর থেকে দেখেছেন। তাঁর সঙ্গে কথা হয়নি, তবে পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। দ্রুত রাজ্যপালের আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় রাজ্যপালের হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ ধরা পড়েছে। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বর্তমানে রাজ্যপালের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। যদিও রাজ্যপালের অস্ত্রোপচার করা হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। এনিয়ে পরীক্ষার পরেই পরবর্তী সিদ্ধান্ত হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকালে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন রাজ্যপাল। খবর পেয়ে চিকিৎসকরা ছুটে আসেন রাজভবনে। রাজ্যপালের স্বাস্থ্যপরীক্ষার পরেই চিকিৎসকদের তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার দিনভর সেখানেই চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল।সেই খবর পেয়ে শালবনিতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী সোমবার হাসপাতালে যান রাজ্যপালকে দেখতে। পরে বিকেলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও তাঁকে দেখতে যান। তিনি ফুল উপহার দিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।