রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল করল কেন্দ্রীয় নেতৃত্ব। যুব মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌমিত্র খাঁকে। তাঁর জায়গায় যুব মোর্চার নতুন সভাপতি হলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরলেন অগ্নিমিত্রা পাল। তাঁর জায়গায় নতুন সভানেত্রী হলেন তনুজা চক্রবর্তী।
বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের ২ মাসের বেশি সময় পর অবশেষে অবশেষে ঘোষিত হল নতুন রাজ্যকমিটি। তাতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য রদবদল করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে যুব মোর্চার সভাপতি পদ থেকে অপসারিত সৌমিত্র খাঁ। দায়িত্ব পাওয়ার পর থেকে বার বার দলের নেতৃত্বের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে অগ্নিমিত্রা পালকে সরিয়ে আনা হয়েছে তনুজা চক্রবর্তীকে।
সহ সভাপতি হয়েছেন সৌমিত্র খাঁ ও জগন্নাথ সরকার। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালকে। সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে সায়ন্তন বসুকে।
এক নজরে দেখে নিন বিজেপির নতুন রাজ্য কমিটি


