বিদেশি বিনিয়োগ টানতে সম্প্রতি স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কার্যত তার আগে থেকেই বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের সলতে পাকানো শুরু হয়ে যায়। সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই শিল্প সম্মেলনে হবে। ২১ ও ২২ নভেম্বর শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে বাংলায়। তবে শেষ পর্যন্ত এই সম্মেলনে শেষ পর্যন্ত বিদেশি বিনিয়োগ কতটা আসে, শিল্পের জোয়ারে কতটা ভাসে বাংলা সেটাই দেখার।কারা আসতে পারেন কলকাতার এই শিল্প সম্মেলনে? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ২৮টি দেশ এই সম্মেলনে যোগদান করার ব্যাপারে সম্মতি জানিয়েছে। ব্রিটেনের একটা বড় টিম আসছে বাংলায়। সেক্ষেত্রে এবার ব্রিটেন থেকে বড় বিনিয়োগ আসতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।এদিকে এবার স্পেন সফরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়েকেও দেখা গিয়েছিল। সেক্ষেত্রে এবার শিল্প সম্মেলনে সৌরভ উপস্থিত থাকতে পারেন বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর পুত্র কর্ণ আদানি উপস্থিত থাকতে পারেন এই সম্মেলনে। তবে এব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আলিপুরের ধন্যধান্য হলে এর সমাপ্তি অনুষকিন্তু নানা বিতর্ক সত্ত্বেও দেশের অন্য়তম বিরাট শিল্পোদ্যোগীদের তালিকায় শীর্ষ তালিকায় রয়েছেন আদানি। এর আগেও গৌতম আদানি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেছিলেন। তাঁর ছেলে কর্ণ আদানিও থাকতে পারেন এবারের শিল্প সম্মেলনে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বার বার গৌতম আদানির বিরুদ্ধে মুখ খুললেও এই রাজ্যেরই তাজপুরে গভীর বন্দর নির্মাণের বরাত কিন্তু আদানি গোষ্ঠীই পেয়েছে। তবে আদানি নিজে থাকবেন কি না তা নিশ্চিত নয়। তবে তাঁর প্রতিনিধি থাকতে পারেন। সেই সঙ্গেই আম্বানির গোষ্ঠীর শীর্ষস্তরে থাকা ব্যক্তিত্বরাও থাকতে পারেন এবারের সম্মেলনে। থাকতে পারেন মুকেশ আম্বানি। আইটিসি, অম্বুজা নেওটিয়া, হীরনন্দানি গ্রুপও থাকতে পারে। এছাড়াও দেশের বহু নামকরা শিল্পপতি এবার এই বিশ্ববাংলা শিল্প সম্মেলনে( বিজিবিএস) উপস্থিত থাকতে পারেন।প্রাথমিকভাবে জানা গিয়েছে, জাপান, আমেরিকা, কেনিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি , রোয়ান্ডা, ফিজি, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, স্পেন, রাশিয়া, বসনিয়া, আর্মেনিয়া, ফিনল্যান্ডের মতো দেশ উপস্থিত থাকতে পারেন। বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্য়াঙ্কের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর উপস্থিত থাকতে পারেন মিটিং।