
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলির সিদ্ধান্তের বিরোধিতায় সরব হল আইনজীবীদের সংগঠনগুলি। বিচারপতির বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং স্থগিত করার আর্জি জানিয়ে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়েছেন আইনজীবীরা।
আরও পড়ুন: সল্টলেকের জন্য পৃথক পুরসভা হোক, BMC-কে ভাগ করার আর্জি, জনস্বার্থ মামলা হাইকোর্টে
কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেটেড ল সোসাইটি অফ ক্যালকাটা- আইনজীবীদের এই তিনটি সংগঠন বিচারপতি দীনেশ কুমার শর্মার বদলির বিরোধিতা করেছে। চিঠিতে তারা বিচারপতি শর্মার বদলির সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেছেন কলকাতা হাইকোর্ট কোনও ‘ডাম্পিং গ্রাউন্ড’ নয়।
চিঠিতে সম্প্রতি বিচারপতি ডি কে শর্মার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবীদের দাবি, এই বদলি শুধু নিয়মমাফিক বদলি নয়, সম্প্রতি ওঠা এই সব অভিযোগের ভিত্তিতেই বিচারপতি শর্মাকে বদলি করার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি বিচারপতির কার্যকালের স্বল্প মেয়াদের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। জানা যাচ্ছে, বিচারপতি শর্মার অবসরের আর মাত্র দু'বছর বাকি আছে।
চিঠিতে বলা হয়েছে, যে কলকাতা হল দেশের প্রাচীনতম হাইকোর্ট। ফলে কোনও বিতর্কিত বা স্বল্প মেয়াদের একজন বিচারপতিকে বদলি ঠিক নয়। এতে এই হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট হবে। চিঠিতে পাঁচজন বিচারপতির নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অন্যান্য হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি হয়েছিলেন। কিন্তু, এখানে বদলি হয়ে আসার কয়েক মাসের মধ্যেই অবসর গ্রহণ করেছিলেন।
এছাড়াও, চিঠিতে আইনজীবীরা কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতি যাঁদের অন্য হাইকোর্টে বদলির করা হয়েছে তাঁদের ফিরিয়ে আনার জন্যও অনুরোধ করা হয়েছে। তথ্য অনুযায়ী, কলকাতা হাইকোর্টের আটজন বিচারপতিকে সম্প্রতি অন্যান্য হাইকোর্টে বদলি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ওড়িশা, মেঘালয় এবং সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports