কলকাতা হাইকোর্টে যে নতুন ৩ বিচারপতি শপথ নিয়েছেন তাঁরা হলেন– বিচারপতি মধুরেশ প্রসাদ, বিচারপতি সূর্য প্রকাশ কেশওয়ানি এবং বিচারপতি এমভি মুরলীধর। এরমধ্যে বিচারপতি মধুরেশ প্রসাদ বদলি হয়ে এসেছেন পাটনা হাইকোর্ট থেকে। বিচারপতি সূর্য প্রকাশ কেশওয়ানি এলাহাবাদ হাইকোর্ট থেকে বদলি হয়ে এসেছেন।
কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শপথ নিয়েছেন আরও ৩ বিচারপতি। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি বদলি হচ্ছেন পাঞ্জাব–হরিয়ানা হাইকোর্টে। আবার নতুন ৩ বিচারপতির মধ্যে দুই বিচারপতি আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নিচ্ছেন। এ নিয়ে আপত্তি জানাল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন।এদিন বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্যার কথা জানিয়ে আপত্তির কথা জানানো হয়।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে যে নতুন ৩ বিচারপতি শপথ নিয়েছেন তাঁরা হলেন– বিচারপতি মধুরেশ প্রসাদ, বিচারপতি সূর্য প্রকাশ কেশওয়ানি এবং বিচারপতি এমভি মুরলীধর। এরমধ্যে বিচারপতি মধুরেশ প্রসাদ বদলি হয়ে এসেছেন পাটনা হাইকোর্ট থেকে। বিচারপতি সূর্য প্রকাশ কেশওয়ানি এলাহাবাদ হাইকোর্ট থেকে বদলি হয়ে এসেছেন। এছাড়া, মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি এমভি মুরলীধর। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁদের শপথ বাক্য পাঠ করান। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বব্রত বসু মল্লিক বলেন, তিন বিচারপতির মধ্যে দুজন কয়েক মাসের মধ্যে অবসর নেবেন। ফলে এরকম অল্প সময়ের জন্য বিচারপতিদের কলকাতা হাইকোর্টে বদলি করা হলে সে ক্ষেত্রে আইনজীবীদের সমস্যা হবে। এছাড়াও, মামলার নিষ্পত্তি হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সভাপতি। উল্লেখ্য, বিচারপতি মুরলীধর আগামী পাঁচ মাসের মধ্যে অবসর নেবেন এবং বিচারপতি কেশওয়ানি আগামী বছরের জুলাই মাসে অবসর নেবেন।