নিট পরীক্ষা নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। বাংলার এক পরীক্ষার্থীর এনিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল তা এককথায় উদ্বেগের।
পরীক্ষার্থীর নাম ফিয়োনা মজুমদার। তাঁর দাবি, পরীক্ষার দিন তাকে দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছিল। কিন্তু বাড়তি সময় দেওয়া হয়নি।
ওই পরীক্ষার্থীর অভিযোগ পরীক্ষার হলে তাঁকে একটি ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছিল। তিনি এনিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সেকথা শুনছে কে? এরপর তাঁর অভিযোগ উত্তরপত্রটি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। এরপর তাকে দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তাকে জানানো হয়েছিল যে তাঁকে যে ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছিল তাতেই পরীক্ষা দিতে হবে।
এদিকে গোটা ব্যাপারটি নিয়ে তিনি এনটিএর দ্বারস্থ হয়েছিলেন। আবার পরীক্ষা দেওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু এনটিএ বিষয়টি মানতে চায়নি। এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত এনটিএর কাছে বক্তব্য জানতে চান। এদিকে এনটিএর তরফে পুরো অস্বীকার করা হয় ঘটনাটি।