আরজি করের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে। সেই আবহেই রেড রোডে দুর্গা পুজোর কার্নিভালের সময় এক পুর চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য বা বিবৃতি জারি না করায় অসন্তুষ্ট চিকিৎসকেরা। মেয়র কেন তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কোনও মন্তব্য বা বক্তব্য প্রকাশ করলেন না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: চিকিৎসকের উপর পুলিশি জুলুমের প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন
প্রসঙ্গত, পুরসভার চিকিৎসক তপোব্রত রায়কে পুলিশের হেনস্থার অভিযোগ উঠেছিল রেড রোডের কার্নিভালে। অভিযোগ কার্নিভাল চলাকালীন আপৎকালীন মেডিক্যাল ক্যাম্পে ডিউটিতে ছিলেন চিকিৎসক তপোব্রত রায়। তবে তাঁর জামায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্লোগান লেখা ছিল। সেই কারণে তাঁকে এক পুলিশকর্মী হেনস্থা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকী পুলিশকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলাও রুজু করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ওই চিকিৎসক। তবে পুরসভার অন্যান্য চিকিৎসকদের বক্তব্য, আক্রান্ত চিকিৎসক যেহেতু পুরসভার একজন কর্মী তাই মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের উচিত ছিল তাঁর পাশে দাঁড়ানো। কিন্তু, এখনও পর্যন্ত তিনি এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি। এটা আশা করা যায় না।
উল্লেখ্য, চিকিৎসককে পুলিশি হেনস্থার প্রতিবাদে গত বুধবারই পুরভবনে বৈঠক করেছিলেন চিকিৎসকেরা। তাতে তাঁরা তপোব্রতের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। একইসঙ্গে পুলিশকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন। কিন্তু সেই ঘটনায় পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া না পালায় পাওয়ায় তারা শনিবার পুরসভার কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে যান। এবিষয়ে পুরকমিশনার পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকারিকের সঙ্গে কথা বলতে বলেন।
পরে এদিন প্রায় ৫০ জন চিকিৎসক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করেন। তবে মুখ্য স্বাস্থ্য অধিকারিকের সঙ্গে দেখা করার পরেও সন্তুষ্ট হতে পারেননি চিকিৎসকরা। যদিও এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম কোনও মন্তব্য করতে চাননি। জানা গিয়েছে, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করার পরে চিকিৎসকরা পুর কমিশনার ও পুরসভার মুখ্য আইন আধিকারিকের সঙ্গেও বৈঠক করেন। তবে চিকিৎসকরা নিজেদের দাবিতেই অনড় রয়েছেন।