
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তৃণমূলের সঙ্গে ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে) সম্পর্ক কি শেষ? এক টিভি সাক্ষাৎকারে সে রকমই ইঙ্গিত দিয়েছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, বাংলায় চমক লাগানো ফল করবে বিজেপি। লোকসভা ভোটে রাজ্য তারা তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে যাবে। সেই প্রশান্ত কিশোরকে নিয়ে এবার মুখ খুললেন অভিষেক। তাঁর কথায়, পিকে-কে নিয়ে বাড়াবাড়ি রকমের প্রচার হয়।
একশের নিবার্চনে পিকে সংস্থা আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। দলের প্রচার কৌশল থেকে প্রার্থী নির্বাচন সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আইপ্যাক। এমন কি ভোটের রণকৌশলও ঠিক করে দেয় আইপ্যাক। রাজ্যে তৃণমূলের বিপুল জয়ের নেপথ্য কারিগর হন পিকে।
আরও পড়ুন। বড় বেআইনিতে আর শুনানি নয়, সরসারি বাড়ি ভাঙবে কলকাতা পুরসভা
সেবার ভোটের ফল প্রকাশের আগে থেকেই বিজেপি দাবি করে আসছিল রাজ্যে ২০০টি আসন পাবে তারা। কিন্তু প্রশান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ১০০টি আসন পেরোলে তিনি পেশা ছেড়ে দেবেন। তার পর ফলে বেরোলে দেখা যায় পিকের কথাই ঠিক। তার পর প্রচার আরও বাড়ে। এই মধ্যে তিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছেন। ২০২১-এর পর আর পিকে তৃণমূলের সঙ্গে থাকেননি।
এরই মাঝে পিকেকে নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকারে তিনি সংক্ষেপে বলেন,’প্রশান্ত কিশোর ওভাররেটেড, ওভারহাইপড।’ অর্থাৎ তাঁর কথায় পিকেকে নিয়ে একটু বাড়াবাড়ি করা হয়। তবে কি তৃণমূলের সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন হয়েছে ভোটকুশলীর? অভিষেকের মন্তব্য অন্তত সে দিকেই ইঙ্গিত দিচ্ছে।
শোনা যায়, পিকে-কে ভোট করানোর জন্য রাজ্যে আনেন অভিষেক। তার আগ্রহেই তৃণমূলের সঙ্গে চক্তিবদ্ধ হয় আইপ্যাক। তারই গলায় এখন ভিন্ন সুর।
আরও পড়ুন। গার্ডেনরিচ কাণ্ডের ৫ দিন পর তদন্ত কমিটি গড়ল KMC, ৭ দিনে রিপোর্ট দেওয়ার নির্দেশ
তবে শুধু পিকে নয়, ওই সাক্ষাৎকারে আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাইকে নিয়েই তিনি অভিষেক তাঁর মত প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন। নির্বাচনে কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না, তৃণমূলের পাল্টা চিঠি কমিশনকে দিলেন রাজ্যপাল
৳7,777 IPL 2025 Sports Bonus