ব্যাপক সাফল্য পেল রাজ্য সরকারের নয়া কর্মসূচি রাজ্য সরকারের জনপ্রিয় উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। নতুন এক রেকর্ড গড়ল রাজ্য সরকারের এই উদ্যোগ। অগস্ট মাসের শুরুতে চালু হওয়া এই কর্মসূচির আওতায় মাত্র দেড় মাসের মধ্যে প্রায় দুই কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। প্রকল্পের মূল লক্ষ্য, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান। সেটিই প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুন: ‘আমাদের পাড়া’ শিবিরে করা যাবে কৃষিযন্ত্র কেনার আবেদন, কতটা ভর্তুকি দেব সরকার?
প্রশাসন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের ২১ তারিখে, অর্থাৎ কর্মসূচির ৫৩তম দিনে একদিনে ৫৩৬টি শিবির অনুষ্ঠিত হয়। এই দিনে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ তাঁদের অভিযোগ পৌঁছে দেন যা একদিনের জন্য সর্বোচ্চ রেকর্ড। এদিনের পর থেকে সোমবার পর্যন্ত মোট উপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে ১.৯ কোটিরও বেশি। মঙ্গলবার এই সংখ্যা দুই কোটির ঘর ছুঁয়েছে। শিবিরগুলিকে রাজ্যের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী, মোট ৮০ হাজার বুথে শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ বুথে ইতিমধ্যেই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মোট ৩১,৭৪০টি শিবিরের পরিকল্পনার মধ্যে ২৬,৪৩১ টি শিবির শেষ হয়েছে। প্রতিটি বুথে স্থানীয় উন্নয়ন প্রকল্পের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই অভিযোগ অনুযায়ী অর্থ স্থানান্তর শুরু হয়েছে।