কলকাতার পুজোর পাশাপাশি গত বেশ কিছু বছর ধরেই নজর কাড়ছে হাওড়া ও সল্টলেকের পুজো। কিন্তু হাওড়ার পুজো দেখতে গেলে কোন কোন পুজো লিস্টে রাখবেন তাই ভাবছেন? হিন্দুস্তান টাইমস বাংলার পাতায় রইল তার একটি তালিকা। হাওড়া ও সল্টলেকের পুজো দেখা এবার আরও সহজ। কারণ হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনের মেট্রো পুরোপুরি চালু হয়ে গিয়েছে। তাই চাইলেই একটি মেট্রোয় চড়ে হাওড়ার পাশাপাশি সল্টলেকের পুজো দেখে নিতে পারেন। তালিকা মিলিয়ে বেরিয়ে পড়ুন তাহলে।
হাওড়া ময়দান, সালকিয়া, বেলুড় এলাকার পুজো - বেলুড় মঠের পুজো, ব্যাঁটরা মহিলা সমিতি, আলাপনী ক্লাব, ঢ্যাংবাড়ির পুজো, ঘাসবাগান স্পোর্টিং ক্লাব, আরুপাড়া মিলন সংঘের পুজো, চিত্তরঞ্জন স্মৃতি মন্দির, সরস্বতী ক্লাব , কল্যাণ পল্লি সর্বজনীন , কামারডাঙা শীতলাতলা, ওলাবিবিতলা , রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব, সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং।
সল্টলেক এলাকার পুজো - এফডি ব্লক, এবি ব্লক, বিজে ব্লক, বিসি ব্লক, এজে. ব্লক, জিডি ব্লক, সিজে ব্লক, ডিএল ব্লক,আইএ ব্লক, এফই ব্লক।
আরও পড়ুন - মেট্রোতেই সারা কলকাতা-সল্টলেক-হাওড়ার পুজো! রইল ব্লু ও গ্রিন লাইনের মেট্রো গাইড
আরও পড়ুন - উত্তর কলকাতার কোন কোন ঠাকুর দেখতেই হবে ২০২৫-র দুর্গাপুজোয়? রইল সম্পূর্ণ লিস্ট
আরও পড়ুন - দক্ষিণ কলকাতার এইসব মণ্ডপ না দেখলেই নয় ২০২৫-র দুর্গাপুজোয়! রইল সম্পূর্ণ লিস্ট