ভারতের মুর্শিদাবাদে ধরা পড়ল এক গরু পাচারকারী। রিপোর্ট অনুযায়ী, ১৯ জুলাই মুর্শিদাবাদের বোয়ারঘাট সীমান্ত ফাঁড়ি এলাকায় সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফের ৭১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা। জানা গিয়েছে, গেরিলা অভিযান চালিয়ে এক পাচারকারীকে ধরেছে বিএসএফ। সঙ্গে ১১টি গরু উদ্ধার করেছে বিএসএফ। জানা গিয়েছে, বিএসএফ আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল যে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে গরু পাচারের ছক কষা হচ্ছে। সেই মতো সীমান্তে কড়া নজরদারি ছিল বিএসএফের। (আরও পড়ুন: সন্দেশখালিতে শেখ শাহজাহানের গেস্টহাউজ থেকে উদ্ধার ১০ কোটির জাল নোট, ধৃত ২)
আরও পড়ুন: নিউটাউনের পর আনন্দপুর, পটনার হাসপাতালে গ্যাংস্টার খুনে আরও ৫ গ্রেফতার বাংলায়
মুর্শিদাবাদের আন্তর্জাতিক সীমান্তে ভোর সাড়ে চারটে নাগাদ জওয়ানরা দেখেন কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি লুকিয়ে আছেন ঝোপঝাড়ে। তারা বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেই সময় গেরিলা পদ্ধতিতে 'অ্যাম্বুশ'-এর পরিকল্পনা করেন বিএসএফ জওয়ানরা। পাচারকারীদের নজর এড়িয়ে ক্রমেই তাদের দিকে এগোতে থাকেন বিএসএফ জওয়ানরা। শেষ পর্যন্ত একজন পাচারকারী ধরা পড়ে বিএসএফের জালে। সেই পাচারকারীর থেকেই ১১টি গরু উদ্ধার করেছে বিএসএফ। (আরও পড়ুন: IIM ধর্ষণ কাণ্ডে নয়া মোড়, ধোঁয়াশা বাড়ছে অভিযোগ ঘিরে, জামিন অভিযুক্তের)
আরও পড়ুন: গোপালগঞ্জে সাধারণ বাংলাদেশিদের ওপর অত্যাচার বাহিনীর, সেনা প্রধান ওয়াকার বললেন...
জানা গিয়েছে, ধৃত পাচারকারী ভারতীয় নাগরিক। এদিকে উদ্ধার হওয়া গরুগুলিকে ধ্যান ফাউন্ডেশনের কাছে দেওয়া হবে। এই নিয়ে বিএসএফ কর্তা জানান, সীমান্তে সকল ধরনের বেআইনি কার্যকলাপ নির্মূল করতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ঘটনায় ধরা পড়া পাচারকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। (আরও পড়ুন: বাংলাদেশের আবদুল ৮ বছর ধরে 'নেহা' পরিচয়ে থাকছে ভারতে, হতবাক পুলিশ)
এর আগে গত ১০ জুলাই মধ্যরাতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে বাংলাদেশি পাচারকারী তাণ্ডব চালিয়েছিল। সেই ঘটনায় জখম হয়েছিলেন এক বিএসএফ জওয়ান। লাঠি, পাথর দিয়ে বিএসএফ জওয়ানদের ওপর চড়াও হয়েছিল বাংলাদেশিরা। বাংলাদেশিদের হামলার মুখে পালটা জবাব দেয় বিএসএফ। সেই সময় সংঘর্ষ চলাকালীন গুরুতর জখম হন এক বিএসএফ জওয়ান। ঘটনায় ২ বাংলাদেশি নাগরিক আটক করা হয়। বাকি পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে যায়। সেই ঘটনায় উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য। এই মাদক পাচারের চেষ্টা হয়েছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তরাইল-১ সীমান্ত আউটপোস্টে।