বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসে নতুন ব্লক ও টাউন কমিটি ঘোষণার পরেই হাবড়ায় তৃণমূলের অন্দরে জোরালো রাজনৈতিক আলোড়ন। এই আবহেই হাবড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চাইছেন দলের বর্ষীয়ান নেতা সীতাংশু দাস ওরফে ঝন্টু। তাঁর এই পদক্ষেপ ঘিরেই এখন শুরু হয়েছে জল্পনার ঝড়।
আরও পড়ুন: ‘যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে...’, পুজোর শুভেচ্ছায় কাকলির পোস্টে জল্পনা
স্থানীয় সূত্রে খবর, ২০২২ সালের পুরভোটে হাবড়ার ১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন সীতাংশু দাস। এরপর তাঁকেই পুরসভার ভাইস চেয়ারম্যান পদে বসায় তৃণমূল। পাশাপাশি, এতদিন ধরে তিনি সামলাচ্ছিলেন হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও। তবে নতুন সাংগঠনিক কমিটি ঘোষণার আগে থেকেই জোর টানাপোড়েন চলছিল, কে হবেন শহর সভাপতি। দলের একাংশ চাইছিলেন, ফের সেই দায়িত্বে আসুন সীতাংশুবাবুই। তবে অন্য একটি গোষ্ঠীর যুক্তি ছিল, ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর হলে তাঁর হাতে সভাপতি পদ আর থাকবে না। এই প্রেক্ষিতেই সংগঠন টিকিয়ে রাখতে তিনি পুরসভার পদ ছাড়ার সিদ্ধান্ত নেন বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বরই তিনি পদত্যাগপত্র জমা দেন পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহার কাছে। কিন্তু ২৫ সেপ্টেম্বর প্রকাশিত তালিকায় দেখা যায়, হাবড়া শহর তৃণমূলের নতুন সভাপতি হয়েছেন অনুপ দাস। ফলে প্রশ্ন উঠছে, যদি সীতাংশু দাসের পদত্যাগ গৃহীত হয়, তবে কার্যত তিনি দু’পদ থেকেই সরে দাঁড়াবেন।