এই প্রচারসভা থেকে বিজেপির জেলার নেতা সুশান্ত দাস–সহ ১০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, বড়বড়শাকদল গ্রামপঞ্চায়েত প্রধান তাপস দাস–সহ অন্যান্যরা।
উদয়ন গুহ
আবার কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আগামী ১১ ফেব্রুয়ারি মাথাভাঙায় জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার উদ্দেশে প্রচার করতে শনিবার আসেন উদয়ন গুহ। আর তখনই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় তুলোধনা করেন দিনহাটার বিধায়ক।
ঠিক কী বলেছেন মন্ত্রী? এদিন প্রচার সভায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, ‘হিন্দু–মুসলমান প্রত্যেকের বাড়িতে ঝাঁটা আছে। ওই ওরা ভোট চাইতে এলে ঝাঁটা দেখাতে পারবেন তো? এরা দেশটাকে ছিবড়ে করে দিচ্ছে। তার বিরুদ্ধে লড়াই হবে। একশো দিনের টাকা বন্ধ করে দিচ্ছে। আর বড় লোকেদের প্লেনের টিকিট সাবসিডিতে দিচ্ছে।’
আর কী জানা যাচ্ছে? এখানে ১১ ফেব্রুয়ারি মাথাভাঙ্গা কলেজের মাঠে জনসভা করতে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা সফল করতে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী। এই প্রচারসভা থেকে বিজেপির জেলার নেতা সুশান্ত দাস–সহ ১০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, বড়বড়শাকদল গ্রামপঞ্চায়েত প্রধান তাপস দাস–সহ অন্যান্যরা।