একাধিক স্টেশনে বিভিন্ন কাজের জন্য আজ (শবনিবার) হাওড়া ডিভিশনে বাতিল আছে একগুচ্ছ ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, তিন জোড়া এক্সপ্রেস ট্রেন এবং ৬৭ টি লোকাল ট্রেন বাতিল থাকছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ কমানোর পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচিও পালটানো হয়েছে। একনজরে দেখে নিন সেই তালিকা -তিন জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। সেগুলি হল : ১) হাওড়া-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল। ২) হাওড়া-পুরুলিয়া এবং পুরুলিয়া-হাওড়া স্পেশাল। ৩) হাওড়া-দিঘা স্পেশাল এবং দিঘা-হাওড়া স্পেশাল।৩৪ টি আপ এবং ৩৩ টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে। সেগুলি হল :১) ৩৮৮১১ হাওড়া-মেদিনীপুর। ২) ৩৮৪১৫ হাওড়া-পাঁশকুড়া। ৩) ৩৮০৫৩ হাওড়া-হলদিয়া। ৪) ৩৮৪১৯ হাওড়া-পাঁশকুড়া। ৫) ৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর। ৬) ৩৮৭১১ হাওড়া-খড়্গপুর। ৭) ৩৮৪২১ হাওড়া-পাঁশকুড়া। ৮) ৩৮৮১৭ হাওড়া-মেদিনীপুর। ৯) ৩৮৩০৭ হাওড়া-মেচেদা। ১০) ৩৮৪২৩ হাওড়া-পাঁশকুড়া। ১১) ৩৮৪২৫ হাওড়া-পাঁশকুড়া। ১২) ৩৮৭১৯ হাওড়া-খড়্গপুর। ১৩) ৩৮৪২৭ হাওড়া-পাঁশকুড়া। ১৪) ৩৮৪২৯ হাওড়া-পাঁশকুড়া। ১৫) ৩৮৪৩১ হাওড়া-পাঁশকুড়া। ১৬) ৩৮৩০৫ সাঁতরাগাছি-মেচেদা। ১৭) ৩৮৪১৩ সাঁতরাগাছি-পাঁশকুড়া। ১৮) ৩৮০৩১ শালিমার-সাঁতরাগাছি। ১৯) ৩৮৩১৪ হাওড়া-মেচেদা। ২০) ৩৮৩১৭ হাওড়া-মেচেদা। ২১) ৩৮৭১৩ হাওড়া-খড়্গপুর। ২১) ৩৮৪৪৭ হাওড়া-পাঁশকুড়া। ২২) ৩৮৭২১ হাওড়া-খড়্গপুর। ২৩) ৩৮০৩৩ শালিমার-সাঁতরাগাছি। ২৪) ৩৮৩০৯ সাঁতরাগাছি-মেচেদা। ২৫) ৩৮৪১৭ হাওড়া-পাঁশকুড়া। ২৬) ৩৮৪৩৩ হাওড়া-পাঁশকুড়া। ২৭) ৩৮৮২১ হাওড়া-মেদিনীপুর। ২৮) ৩৮৪৩৫ হাওড়া-পাঁশকুড়া। ২৯) ৩৮৪১১ হাওড়া-পাঁশকুড়া। ৩০) ৩৮৪৫৩ হাওড়া-পাঁশকুড়া। ৩১) ৩৮৪৩৭ হাওড়া-পাঁশকুড়া। ৩২) ৩৮৮২৭ হাওড়া-মেদিনীপুর।৩৩) ৬৮৬৮৭ পাঁশকুড়া-দিঘা। ৩৪) ৩৮৭০৮ খড়্গপুর-হাওড়া। ৩৫) ৩৮৮০৮ মেদিনীপুর-হাওড়া। ৩৬) ৩৮৭১৪ খড়্গপুর-হাওড়া।৩৭) ৩৮৮১২ মেদিনীপুর-হাওড়া। ৩৮) ৩৮৮১৬ মেদিনীপুর-হাওড়া।৩৯) ৩৮৮১৮ মেদিনীপুর-হাওড়া।৪০) ৩৮৪১৮ পাঁশকুড়া-সাঁতরাগাছি। ৪১) ৩৮৪২২ পাঁশকুড়া-হাওড়া। ৪২) ৩৮৪২৮ পাঁশকুড়া-হাওড়া। ৪৩) ৩৮৪৩০ পাঁশকুড়া-হাওড়া। ৪৪) ৩৮৪৩২ পাঁশকুড়া-হাওড়া।৪৫) ৩৮৩১৪ মেচেদা-হাওড়া। ৪৬) ৩৮৩৪৬ পাঁশকুড়া-হাওড়া। ৪৭) ৩৮২০৪ বাগনান-হাওড়া।৪৮) ৩৮২০২ বাগনান-হাওড়া।৪৯) ৩৮৪৪৬ পাঁশকুড়া-হাওড়া। ৫০) ৩৮৪২৬ পাঁশকুড়া-হাওড়া।৫১) ৩৮৭২২ খড়্গপুর-হাওড়া।৫২) ৩৮৩১০ মেচেদা-সাঁতরাগাছি।৫৩) ৩৮৪৪৮ পাঁশকুড়া-হাওড়া। ৫৪) ৩৮৪২০ পাঁশকুড়া-হাওড়া। ৫৫) ৩৮৩১৬ মেচেদা-সাঁতরাগাছি। ৫৬) ৩৮০৩৪ সাঁতরাগাছি-শালিমার।৫৭) ৩৮০৩২ সাঁতরাগাছি-শালিমার।৫৮) ৩৮৪৫০ পাঁশকুড়া-হাওড়া।৫৯) ৩৮৪৫২ পাঁশকুড়া-হাওড়া। ৬০) ৩৮৪৪২ পাঁশকুড়া-হাওড়া। ৬১) ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া। ৬২) ৩৮৪৩৮ পাঁশকুড়া-হাওড়া।৬৩) ৩৮৪১৪ পাঁশকুড়া-হাওড়া। ৬৪) ৩৮৪৫৪ পাঁশকুড়া-হাওড়া।৬৫) ৬৮৬৮৬ দিঘা-পাঁশকুড়া।৬৬) ৩৮৭১৩ হাওড়া-খড়্গপুর।৬৭) ৩৮৫০৬ হলদিয়া-হাওড়া।ট্রেনের সময়সূচি পরিবর্তন : ১) সকাল ১০ টা ৫০ মিনিটের পরিবর্তে বিকেল ৪ টে ৫০ মিনিটে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ছাড়বে। ২) দুপুর ২ টোর পরিবর্তে হাওড়া-মুম্বই সিএসএমটি ছাড়বে বিকেল ৫ টা ৫ মিনিটে। ৩) হাওড়া-আমদাবাদ স্পেশাল রাত ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১ টায় ছাড়বে।৪) হাওড়া-এর্নাকুলাম স্পেশাল দুপুর ২ টো ৫৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫ টা ২৫ মিনিটে ছা়ড়বে।