ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদছেন ইরফান খান পুত্র বাবিল। রবিবার সকালে ইরফান পুত্রের কান্নার ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে বলিউডে তাঁকে কীভাবে হয়রানি সহ্য করতে হচ্ছে সেবিষয়ে কথা বলেছেন বাবিল খান। ভিডিয়োতে বলিউডের বেশ কয়েকজন তারকার নামও নেন তিনি। তবে কান্নায় ভেঙে পড়ে নিজে পুরো বক্তব্য শেষ করতে পারেননি। এদিকে ইরফান পুত্রের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তাঁর পরিবার ও টিমের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানেই নির্দিষ্ট সহকর্মী অভিনেতা-অভিনেত্রীদের নাম নেওয়ার আসল উদ্দেশ্যও স্পষ্ট করা হয়েছে।
বাবিল খানের পরিবার ও টিমের বিবৃতি
ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার তাঁদের পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে অভিনেতা এখন নিরাপদে আছেন। তবে আর পাঁচ জনের মতো ও ‘কঠিন দিন’ কাটছে। তবে, ভিডিওতে উনি যাঁদের নাম নিয়েছেন, সে বিষয়টিও বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। বাবিলের যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে সেকথারও উল্লেখ করা হয়েছে। তবে এই মুহূর্তে ইরফান পুত্র ঠিক আছেন বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত বাবিল অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিং-এ নাম নিয়েছিলেন। তবে সেটা তাঁরা হেনস্থা করেছেন বলে নয় বরং তাঁরা পাশে থেকেছেন এটাই বলার চেষ্টা করেছেন বাবিল।
আরও পড়ুন-ঐশ্বর্যর সঙ্গে শত্রুতা? ঠিক কেমন সম্পর্ক? নিজেই মুখ খুলেছিলেন 'বং গার্ল' সুস্মিতা সেন
বিবৃতিটি পড়ুন:
গত কয়েক বছরে, বাবিল খান তার কাজের জন্য এবং তার মানসিক স্বাস্থ্যের যাত্রা সম্পর্কে খোলামেলা কথা বলার জন্য অপরিসীম ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন। অন্যদের মতো, বাবিলকেও কঠিন দিন কাটাতে হয়েছে- এবং এটাও তেমনই একটা বিষয় ছিল । আমরা ওঁর সকল শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে চাই যে উনি নিরাপদে আছেন এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।
তবে, বাবিলের একটি ভিডিওকে ভীষণভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং আসল বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
ক্লিপে, বাবিল আন্তরিকভাবে তার কয়েকজন সহকর্মীর নাম নিয়েছিলেন যাঁদের বিষয়ে তিনি মনে করেন যে ভারতীয় সিনেমার উন্নয়নে তাঁরা অর্থপূর্ণ অবদান রাখছেন। অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিং-এর মতো শিল্পীদের নাম তিনি উল্লেখ করেছিলেন তাঁদের বিষয়ে আন্তরিক প্রশংসা করার জন্যই - আত্মপ্রত্যয়, উৎসাহ এবং শিল্পের প্রতি বিশ্বাসযোগ্যতা এবং আন্তরিক প্রচেষ্টার জন্য তাঁরা প্রশংসার দাবি রাখেন।
আমরা শ্রদ্ধার সাথে সংবাদমাধ্যম এবং জনসাধারণকে অনুরোধ করছি, খণ্ডিত ভিডিও ক্লিপ থেকে সিদ্ধান্ত নেবেন না। পরিবর্তে, ওঁর পুরো কথার শুনে তবেই বিবেচনা করুন।
-বাবিল খানের টিম
ভিডিওতে কী ছিল?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাব ভিডিওতে, কান্না চেপে বাবিল বলেছিলেন, ‘আমি যা বলতে চাই তা হল, আমি শুধু আপনাদের জানাতে চাই যে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিং-এর মতো লোকজন আছেন। আরও অনেক নাম আছে। বলিউড এতটা f*****। বলিউড এতটা নষ্ট।’
সোশ্যাল মিডিয়ায় মানুষ ধারণা করেছিল যে বাবিল এই তারকাদের তাঁকে কিছু করার জন্য সমালোচনা করছেন। বাবিলের পরিবারের বক্তব্য, তিনি এই নামগুলি নিয়েছেন, কারণ খারাপ সময়ে এরাঁ পাশে থেকেছেন বলে। যদিও বাবিল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছেন।