
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সাগর মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগরে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে দাঁড়িয়ে সংঘেরই একাংশকে সেবার কাজ না করায় অভিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘে গিয়ে সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবিতে আরতি করেন মুখ্যমন্ত্রী। এর পর মেলা আয়োজনে সহযোগিতা করায় সংঘকে ধন্যবাদও জানান মমতা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারত সেবাশ্রম সংঘ শুধু গঙ্গাসাগর মেলা নয়, তাদের প্রচুর ভলান্টিয়ার এখানে কাজ করে। গঙ্গাসাগরে তারা যে ভাবে কাজ করে সেজন্য ভারত সেবাশ্রম সংঘকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে ভাবে তাদের ভলান্টিয়াররা কাজ করে তার কোনও বিকল্প নেই। রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষায় এগিয়ে, ভারত সেবাশ্রম সংঘ তেমন সেবায় এগিয়ে। ঝড়, জল, সাইক্লোন, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে আর কাউকে না পেলে ভারত সেবাশ্রম সংঘকে আপনারা পাবেনই। একটা দু’টো জায়গায় কয়েকজন লোক আছেন যারা হয়তো কাজটা করেন না। ৯৯ শতাংশ লোক কাজটা করেন। আমি তাদের সবাইকে, স্বেচ্ছাসেবক, তীর্থযাত্রীকে আমার প্রাণ ভরা অভিনন্দন জানাই।’
এর পর মমতা বলেন, ‘গঙ্গাসাগর মেলাটা আমরা টোটালটাই রাজ্য সরকারের পয়সা খরচ করে করি। সবাই আমাদের সহযোগিতা করেন। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু করবেন না যাতে প্ররোচনার সৃষ্টি হয়।’
অনেকের মতে, ‘কয়েকজন কাজটা করে না’ বলে আসলে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার প্রধান স্বামী প্রদীপ্তানন্দজিকে ইঙ্গিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবির, সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিধায়কের সেই মন্তব্যের প্রতিবাদ করেন স্বামী প্রদীপ্তানন্দজি। তার পর থেকেই মমতার চক্ষুশূল হন তিনি। যদিও ওই মন্তব্যের জন্য হুমায়ুঁ কবিরকে কোনও শাস্তি দেয়নি তৃণমূল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports