২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে বুধবার কাঁচড়াপাড়ায় বিজেপির কন্যা বাঁচাও মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলের শেষে জনসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, বাংলায় ক্ষমতায় এলে বিজেপি দলের শহিদ পরিবারগুলির দায়িত্ব নেবে। এছাড়াও রাজনৈতিক আন্দোলনে জেলে যাওয়া নেতা-কর্মীদের মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
আরও পড়ুন: শুভেন্দুর গাড়িতে হামলায় ধৃত সাত, ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ, রয়েছে উদয়নের নাম
শুভেন্দুর কথায়, ‘তৃণমূল সরকার যাদের মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে, তাঁদের প্রতি অন্যায় হয়েছে। আমরা ক্ষমতায় এলে মাসিক সংগ্রামী ভাতা দিয়ে সেই অবিচারের প্রতিকার করব। শহিদ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’ তিনি আরও বলেন, শুধু পরিবর্তন নয়, বদল হবে। যারা অন্যায় করেছে, সুদে-আসলে সব ফেরত দিতে হবে শাসক দলকে।
উল্লেখযোগ্যভাবে, এই ভাতার প্রস্তাব নতুন নয়। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেও শুভেন্দু অধিকারী একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ‘মিথ্যা মামলায়’ জেলে যাওয়া আন্দোলনকারীরা মাসিক ৫০০০ টাকা ভাতা পাবেন। তবে এবারের ঘোষণায় সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করে শহিদ পরিবারদের দায়িত্ব নেওয়ার অঙ্গীকারও যোগ করলেন তিনি। রাজনৈতিক মহলে এই ঘোষণাকে বিজেপির নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। শুভেন্দু আরও দৃঢ়ভাবে বলেছেন, জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনলে এই প্রতিশ্রুতি কাগজে থাকবে না, বাস্তবায়ন হবে। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের পাল্টা কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।