নিজের গড়ে পুলিশের হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেখানেই এবার সভা করতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামিকাল, মঙ্গলবার অনুব্রত মণ্ডলের খাসতালুক হিসেবে পরিচিত বীরভূমের নলহাটিতে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ইদানিং গ্রেফতার হওয়া অনুব্রতকে তিহারে নিয়ে যাওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছেন তিনি। সব ঠিক হয়ে গিয়েছে বলেই তাঁর দাবি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে আক্রমণ করতেই নলহাটির হরিপ্রসাদ হাইস্কুল ময়দানে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
চলতি বছরেই গরুপাচার কাণ্ডে সিবিআই বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে। তারপর সম্প্রতি যখন তাঁকে ইডি নয়াদিল্লি নিয়ে যাওয়ার ঘুঁটি সাজাচ্ছিল তখন পৃথক একটি মামলায় তাকে গ্রেফতার করে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। ফলে ইডি তাঁকে নয়াদিল্লি নিয়ে যেতে পারেনি। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সেই জেলাতেই মঙ্গলবার সভা করতে চলেছেন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে বীরভূমে জায়গা করতে চায় বিজেপি। যদিও তাদের সংগঠন এখানে অত্যন্ত দুর্বল। এই প্রেক্ষাপটে অনুব্রতকে আক্রমণ করেই জায়গা করতে চাইছে বিজেপি। তাই নন্দীগ্রামের বিধায়ক এবার এখান থেকে অনুব্রত মণ্ডলকে আক্রমণ শানাবেন বলে মনে করা হচ্ছে। আর এখান থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি বার্তা দেন সে দিকেই তাকিয়ে রয়েছে সবাই। অনুব্রতহীন বীরভূমে রাজনৈতিক চাপ বাড়ানোই কৌশল বলে মনে করা হচ্ছে।