ভরসন্ধ্যায় প্রকাশ্যে শুটআউটের ঘটনা ঘটল। তার জেরে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। বুধবার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারিপুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। চা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়ে চম্পট দিল সেটা বৃহস্পতিবার পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু হয়েছে জোরকদমে।
ঠিক কী ঘটেছে ইসলামপুরে? স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তাঁর বাড়ি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলি লাগে তাঁর গলায়। হঠাৎ প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ব্যবসায় শত্রুতার জেরে এই শুটআউট বলে মনে করছেন তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনা নিয়ে থানায় ব্যবসার প্রাক্তন অংশীদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর গলায় গুলি লাগায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এই ঘটনা নিয়ে ভবেশবাবুর স্ত্রী রিঙ্কি দেবনাথের অভিযোগ, বিপুল নামে এক ব্যক্তির অনেকদিন ধরে ব্যবসায়ী শত্রুতা রয়েছে স্বামীর সঙ্গে। আগেও ভবেশবাবুকে প্রাণে মারার চেষ্টা করেছিল সে। এদিনেও বিপুলই গুলি করেছে বলে রিঙ্কির অভিযোগ। এখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চারিদিকে জিজ্ঞাসাবাদ চলছে।