কৌশলে চাপে রাখা বোধ হয় একেই বলে। আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শনিবার কেষ্টগড় বীরভূমের মুরারইতে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি জানিয়ে দেন, শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায় দুজনেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূল করছেন। সেই সঙ্গেই তাঁর সংযোজন শতাব্দী আর আশিস বন্দ্যোপাধ্যায় যদি এই কথার বিরোধিতা করতে চান তবে যেন তাঁরা প্রকাশ্যে অনুব্রত মণ্ডলের বিরোধিতা করেন।
বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল। সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের মুখে কিছুটা হলেও চাপে রয়েছে তৃণমূল। আর শনিবার কর্মীসভায় গিয়ে তৃণমূলের শতাব্দী ও আশিস বন্দ্যোপাধ্যায়কে আরও চাপে রাখার কৌশল নিলেন জিতেন্দ্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিগত দিনে তৃণমূলেই ছিলেন তিনি। সেক্ষেত্রে কোথায় কীভাবে চাপ তৈরি করতে হয় তা বিলক্ষণ জানেন জিতেন্দ্র।
জিতেন্দ্র বলেন, শতাব্দী রায় ও আশিস বন্দ্যোপাধ্য়ায় দুজনেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই তাঁরা তৃণমূল করছেন। একথা যদি মিথ্যা হয় তবে তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলন ডেকে বলুন যে অনুব্রত মণ্ডল যা করেছেন, তা তাঁরা সমর্থন করেন না।