২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে শক্ত ঘাঁটি গড়তে নেমে পড়ল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। রাজস্থানের যোধপুরে আয়োজিত সমন্বয় বৈঠকেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে খবর। মূল লক্ষ্য, ভোটের আগে সংগঠনের বিস্তার ও মতাদর্শকে আরও গভীরভাবে পৌঁছে দেওয়া বাংলার ঘরে ঘরে।
আরও পড়ুন: ভগবান রাম ও শিবাজি আর কতবার বাঁচাতে আসবেন? হিন্দুদের বার্তা মোহন ভাগবতের
সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণ, উত্তরবঙ্গে সংগঠন এখন দুর্বল অবস্থায় রয়েছে। তাই উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে শাখা বাড়ানো ও স্থানীয় প্রচারকদের সক্রিয় করার রূপরেখা তৈরি হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গ ও অন্য জেলাগুলিতেও যেখানে শাখা কম, সেখানে অবিলম্বে নতুন শাখা খোলার নির্দেশ জারি করা হয়েছে। এ বছর বিজয়া দশমীতে শতবর্ষে পা দিচ্ছে আরএসএস। এই উপলক্ষ্যে দেশজুড়ে বিশেষ প্রচারাভিযান চলবে। প্রচারের মূল উদ্দেশ্য গত একশো বছরে সঙ্ঘ কীভাবে নানা বাধা কাটিয়ে এগিয়েছে এবং দেশ গঠনের কাজে যুক্ত থেকেছে, সেই ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরা। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত ইতিমধ্যেই দিল্লির এক সভায় সংগঠনের দর্শন ব্যাখ্যা করেছেন। এবার বাংলায় আসার পরিকল্পনাও রয়েছে তাঁর। শোনা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত বিশেষ সম্মেলনে সরাসরি যোগ দেবেন তিনি।