কুড়মি সম্প্রদায়ের তফসিলি জনজাতি তকমা পাওয়ার দাবিতে শনিবার সকাল থেকেই ঝাড়খণ্ডের ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীরা রেল অবরোধ করায় বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। আবার একাধিক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছে অথবা ঘুরপথে চলাচল করতে বাধ্য হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে বাংলা প্রশাসন ও রেল পুলিশের তৎপরতার কারণে রাজ্যের স্টেশনগুলোতে রেল সেভাবে প্রভাব পড়েনি।
আরও পড়ুন: ৪ জেলায় প্রাথমিক স্তরে চালু হচ্ছে কুড়মালি ভাষায় পড়াশোনা, চলছে প্রস্তুতি
পূর্ব মধ্য রেলের ধানবাদ ডিভিশন সূত্রে জানা গেছে, আন্দোলনের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস (১২০১৯) আসানসোল, জয়চণ্ডী পাহাড়, রাঁচি হয়ে চলাচল করছে। হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস-আসানসোল, ঝাঝা, কিউল, গয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
শিয়ালদা-গান্ধীধাম এক্সপ্রেস বিশেষভাবে আসানসোল, ঝাঝা, কিউল, গয়া হয়ে পরিচালিত হচ্ছে। এছাড়া, আদ্রা-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ভোজুডিহ, তালগারিয়া, চাস, বাঁধডিহি হয়ে চলাচল করছে।
যে সমস্ত ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলি হল-আসানসোল-বারাণসী এক্সপ্রেস। নির্ধারিত গন্তব্যের আগে যাত্রা শেষ হবে। দুমকা-রাঁচি এক্সপ্রেস- বরাকরে যাত্রা শেষ। বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস- যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
এছাড়া বাতিল করা হয়েছে- হাতিয়া-বর্ধমান লোকাল, দুজোড়া টাটানগর-গয়া-টাটানগর লোকাল (আপ ও ডাউন)। রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস বোকারো স্টিল সিটিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। টাটানগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস মুড়িতে নিয়ন্ত্রিত হচ্ছে। হাতিয়া-পূর্ণীয়া কোর্ট এক্সপ্রেস, আলাপুজা-ধানবাদ এক্সপ্রেস রাঁচিতে নিয়ন্ত্রিত হচ্ছে।