আরজি করের ঘটনায় পুলিশের অকর্মণ্যতার কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে। এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি অভিযোগ করেছেন, ধর্ষণের ঘটনা ঘটলে সময়মতো উপযুক্ত পদক্ষেপ করছে না রাজ্য সরকার। আর কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশ এবং রাজ্য সরকার যে অকর্মণ্যতার পরিচয় দিয়েছে, তাতে ধর্ষকরা এরকম ঘটনার পুনরাবৃত্তি করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
‘স্টিচ ইন টাইম, সেভস নাইন’, প্রবাদবাক্য মনে করালেন রাজ্যপাল
তিনি বলেন, '(রাজ্য সরকার) সময়মতো পদক্ষেপ না করা হওয়ায় ধর্ষণের ঘটনা বাড়ছে। আরজি কর মেডিক্যাল কলেজে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যেমন অকর্মণ্যতা সামনে এসেছে, তা রাজ্যে এরকম ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের এটা বোঝা উচিত যে স্টিচ ইন টাইম, সেভস নাইন (সময়মতো পদক্ষেপ করলে বিপদ এড়ানো যাবে)।'
মমতা সরকারের 'আমলে হিংসার কোনও প্রতিকার নেই'
সেখানেই থামেননি রাজ্যপাল। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে এখন যে সরকার আছে, সেই সরকারের অধীনে তো মনে হচ্ছে যে হিংসার কোনও প্রতিকার নেই। এটা অদ্ভুত।' সেইসঙ্গে তিনি বলেন যে ধর্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 'নাহলে রাজ্যে ধর্ষণ এবং হিংসার ঘটনার ক্ষেত্রে উৎসাহ জোগানো হবে।' সেই পরিস্থিতিতে রাজ্য সরকারকে সেই ধ্রুবসত্যটা বোঝার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল।
জয়নগরের ঘটনার পরেই রাজ্যপালের মন্তব্য
আর রাজ্যপাল সেই মন্তব্য করেছেন জয়নগরের ঘটনার ঠিক পরেই। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের ক্যাম্প। ভাঙচুর চালানো হয় ফাঁড়িতে। তার জেরে আজও পুরো এলাকা থমথমে হয়ে আছে। টহল দিচ্ছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে যে ফাঁড়ি আছে, সেটা স্রেফ 'নাম-কে-ওয়াস্তেই' আছে। চুরি, ডাকাতির মতো ঘটনা ঘটলে ফাঁড়িতে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়। বালিকা নিখোঁজ আছে বলে তাঁরা অভিযোগ জানানোর পরই পুলিশ যদি তদন্ত করত, তাহলে এরকম পরিণত হত না বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ।