লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার হল বারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া থানা এলাকায়। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতেই এই বোমাগুলি নিষ্ক্রিয় করেছে। এই ঘটনার ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক একে ওপরের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ পালটা অভিযোগ করেছেন।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের আগে ভূপতিনগরে প্রচুর বোমার মশলা উদ্ধার!
প্রসঙ্গত, এক্স হ্যান্ডেলে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং একটি পোস্ট করে দাবি করেছিলেন, পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে তিনি প্রচুর পরিমাণে বোমা মজুত থাকার বিষয়টি অবগত করেছিলেন। তা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। বোমাগুলি সেখানেই পড়ে রয়েছে। এরফলে মানুষ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে। এরপরেই অর্জুন সিংয়ের পোস্টটিকে ট্যাগ করে পুলিশের তরফে পালটা একটি বিবৃতি দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তের কথা জানানো হয়।