গত ১৭ এপ্রিল পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ায় ষাঁড় চুরি রুখতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল পুলিশের গাড়ির চালক সহদেব প্রধানের। এছাড়াও গুরুতর জখম হয়েছিলেন রেয়াপাড়া ফাঁড়ির এএসআই সুশান্ত মিত্র। সেই ঘটনার পর এবার ষাঁড় চুরি রুখতে কড়া পদক্ষেপ করল পুলিশ। সব থানাকে নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হল। (আরও )
আরও পড়ুন: মন্দিরের সামনে থেকে ষাঁড় চুরি রুখতে গিয়ে 'খুন' পুলিশের চালক, জখম ২ পুলিশকর্মী
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জেলার সব থানাকে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাকা চেকিং চালানোর নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকা চেকিং শুরু করে দিয়েছে থানাগুলি। জেলার প্রত্যেক থানার আইসি এবং ওসিদের নাকা চেকিং করার নির্দেশ দিয়েছেন এসপি। জানা গিয়েছে, নন্দীগ্রাম, এগরা, তমলুক, নন্দকুমার, চণ্ডীপুর, ভগবানপুর, ভূপতিনগর সহ অন্যান্য এলাকাগুলিতে জোর কদমে চলছে নাকা চেকিং।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরে রাতের অন্ধকারে ষাঁড় চুরির ঘটনা এর আগেও ঘটেছে। তবে ১৭ এপ্রিলের ঘটনার পর অস্বস্তিতে পড়েছে পুলিশ। বিশেষ করে আগামী ৩০ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এমন ঘটনায় বিড়ম্বনায় পড়তে হয়েছে পুলিশকে। এনিয়ে সরব হয়েছে বিজেপি। পুলিশ সূত্রের খবর, রাত হলেই মূলত