কোচবিহারের পর এবার শিলিগুড়ি। বাংলায় ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ মিলল। মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে এই মাদক তৈরির কারখানার পর্দাফাঁস করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াখারি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হল কোটি টাকার মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও, উদ্ধার হয়েছে ব্রাউন সুগার তৈরির প্রচুর কাঁচামাল। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়াহিদুর এবং তার স্ত্রী সোনম দুজনে বাড়িতে কাঁচামাল এনে মাদক তৈরি করত। আর তারপর সেই মাদক ছড়িয়ে দিত বিভিন্ন জায়গায়। এই দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের সঙ্গে এই কাজের সঙ্গে আরও একজন যুক্ত বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। তৃতীয় অভিযুক্তের নাম রফ মমিন। ওই অভিযুক্ত মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাদক তৈরির জন্য কাঁচামাল আনা হত মালদা থেকে। এরপর ওই বাড়িতেই ব্রাউন সুগার তৈরি করে তা বিভিন্ন জায়গায় পাচার করা হত। গোপন সূত্রে খবর পেয়ে, মাটিগাড়া থানার সাদা পোশাকে ওই বাড়িতে অভিযানে তাদের হাতেনাতে পাকড়াও করে। পুলিশ ওই বাড়ি থেকে ২ কেজি ব্রাউন সুগার, বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল ও ১২ লক্ষ ৬৩ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওয়াহিদুর ও সোনম স্বামী-স্ত্রী হিসেবেই ওই বাড়িতে বসবাস করত।
অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে মাদক তৈরির যন্ত্রপাতি, বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বিপুল পরিমাণ নগদ অর্থ। পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে কাজ চালাত। পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার চক্র ও কাঁচামাল সরবরাহের মূল উৎস সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে। পুলিশের অনুমান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এসম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আজ ধৃতদের শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে পুলিশের তরফে।