মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে কলকাতা হাইকোর্ট নিযুক্ত অনুসন্ধান কমিটির রিপোর্টকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় তমলুকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই রিপোর্টে স্পষ্ট যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রযোজিত ও আয়োজিত হিন্দু নিধন হয়েছে।’ একই সঙ্গে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, ‘লাজ লজ্জা থাকলে পুলিশমন্ত্রীর পদত্যাগ করা উচিত। পুলিশ ফোন ধরেনি। আমরা যা বলেছিলাম আজ হাইকোর্ট নিযুক্ত কমিটি সেই কথা বলছে। পরিষ্কার বলেছে তৃণমূল কাউন্সিলর মেহেবুব আলম ও তৃণমূলের বিধায়ক দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছে। স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস প্রযোজিত ও আয়োজিত হিন্দু নিধন হয়েছে। দেশের মধ্যে ১৯৪৭ এর পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে। ওখানে ১৬ শতাংশ হিন্দু থাকে। হিন্দুশূন্য করতে চান।’
তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ও ব্যানার তো খুলেছেই। আমি সোমবার দেখে এসেছি। আজ ধ্বজ খুলিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ সম্পূর্ণ হিন্দু বিরোধী। এই জন্য বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। মমতা ও তার সরকারকে তাড়াও। নইলে হিন্দুশূন্য হয়ে যাবে বাংলা।’