পাক সন্ত্রাসবাদ নিয়ে গোটা বিশ্বকে অবহিত করতে ভারত সরকারের গঠন করা সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠানের নামে আপত্তি জানিয়ে মঙ্গলবার অভিষেকের নাম ঘোষণা করেছে তৃণমূল। আর তৃণমূলের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘একটা দাগী - মার্কামারা চোর বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটা বাঙালির লজ্জা।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। বাঙালি হিসাবে আমরা লজ্জিত, এমন একজন ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয়। কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয়। এরকম একটা দাগী মার্কামারা চোরকে, যার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, নিলামে তুলেছে, তিনি পিসির আনুকূল্যে বিদেশে যাচ্ছেন। পরিবারবাদী কোম্পানি। ঢুকে পড়েছেন।’
বলে রাখি, প্রতিনিধিদলের সদস্য হিসাবে প্রথমে ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কিন্তু এতে তৃণমূলের তরফে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ ছিল, দলের সঙ্গে কোনও কথা না বলে একতরফাভাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর পর ইউসুফের নাম প্রত্যাহারও করে নেয় তৃণমূল। এই নিয়ে বিতর্ক যখন চরমে পৌঁছেছে তখন মঙ্গলবার তৃণমূলের তরফে জানানো হয়, প্রতিনিধিদলের সদস্য হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিরেন রিজিজু ফোন করলে তাঁকে তা জানিয়ে দেওয়া হয়েছে।