রাজ্যে দুর্নীতি করে চাকরি পাওয়া যুবক যুবতীরা সুপ্রিম কোর্টে আরও একবার ধাক্কা খেলেন। আদালতের তরফে স্পষ্ট জানানো হল, Rank জাম্প করে চাকরিপ্রাপকরা কোনও ভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন Rank জাম্প করে চাকরি প্রাপকরা। তবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের রায়ে এদিন একটা কালির আঁচড়ও ছোঁয়ায়নি সুপ্রিম কোর্ট।
২০১৬ নিয়োগ দুর্নীতিতে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তার তালিকা আদালতে জমা দিয়েছিল SSC. সেই তালিকায় নাম ছিল Rank জাম্প করে চাকরি পাওয়া প্রার্থীদেরও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ২০১৬র প্যানেল খারিজের নির্দেশ দিয়ে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। তবে আদালত স্পষ্ট করে জানায়, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে বলে SSC আদালতকে জানিয়েছে তারা নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সেই তালিতায় নাম রয়েছে Rank জাম্প করে চাকরি পাওয়া প্রার্থীদেরও।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দেওয়া রায় সংশোধন করে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার জন্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় Rank জাম্প করে চাকরিহারাদের একাংশ। তাদের দাবি, Rank জাম্প তারা করেনি। একাজ করেছে SSC. ফলে এর দায় তাদের। তার জন্য চাকরিপ্রার্থীদের শাস্তি দেওয়া ঠিক নয়। এদিন সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, Rank জাম্প করে চাকরিপ্রাপকদের পরীক্ষায় বসতে না দেওয়ার পিছনে পর্যাপ্ত কারণ রয়েছে। এব্যাপারে রায়ে কোনও পরিবর্তন করবে না শীর্ষ আদালত।
বলে রাখি, Rank জাম্প করে চাকরিপ্রাপকদের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে তথা যুব তৃণমূল নেত্রী অঙ্কিতা অধিকারীরও.