আইপিএলের প্লে অফের তিন দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে ১টা স্পট। আর সেই স্পটের জন্যই লড়াই চলছে দুই দলের। তাঁরা হল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই আরসিবি, পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স নিজেদের স্থান প্লে অফে পাকা করে ফেলেছে। আজ অর্থাৎ বুধবারের দিল্লি-মুম্বই ম্যাচটাই কার্যত নকআউট ম্যাচ হতে চলেছে, কারণ যেই দলই হারবে তাঁদের কাজ কঠিন হয়ে যাবে। দিল্লি যদি আজ জেতে, তাহলে পরের ম্যাচ পর্যন্ত প্লে অফ নিশ্চিত হবে না। আর মুম্বই যদি আজ জিতে যায়, তাহলে আজই চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছবে এমআই।
মুম্বইতে প্রবল বৃষ্টির সম্ভাবনা
মুম্বইয়ের আবহাওয়া মোটেই ভালো নয়। বৃহস্পতিবার সন্ধ্যার জন্য ইতিমধ্যেই গোটা রাজ্যে হলুদ সতর্কতা জারি হয়েছে। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে দুই দলই ১ পয়েন্ট করে পাবে, আর তাতেই কাজটা আরও কঠিন হয়ে যাবে দিল্লির। তবে তাঁরাও লড়াইয়ে থাকবে। এদিকে মুম্বই এবং দিল্লি, দুই দলেরই পরের ম্যাচ রয়েছে পঞ্জাব কিংসের সঙ্গে, তাই শ্রেয়স আইয়ারদের ওপরই নির্ভর করবে অনেক কিছু।
বিসিসিআইকে চিঠি Delhi Capitals কর্ণধারের
ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দাল ইতিমধ্যেই বিসিসিআইকে চিঠি লিখেছেন যাতে মুম্বই থেকে ম্যাচ সরানো হয়। যেমনটা ২৩ মের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের ক্ষেত্রে হয়েছিল। এই ম্যাচের কথা মনে করিয়েই আজকের ম্যাচ সরানোর আবেদন জানিয়েছেন তিনি।
আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে
পার্থ জিন্দাল লিখেছেন, ‘মুম্বইয়ের আবহাওয়ার পূর্বাভাস বলছে এখানে বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর এই ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচটা যেমন বেঙ্গালুরু থেকে সরানো হল, তেমনই লিগের স্বার্থে এই ম্যাচও সরিয়ে দেওয়া হোক।কারণ ৬দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি ২১ মে মুম্বইতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ’।
কেকেআরও বিরক্ত আইপিএল কমিটির ওপর
পার্থ জিন্দালের আগে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরও আইপিএলের একটি নিয়ম নিয়ে সোচ্চার হয়েছেন। যেখানে ১২০ মিটিক সময় বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত, যদি ম্যাচ বৃষ্টিতে বিলম্বিত হয়। কেকেআরের প্রতিবাদের কারণ, এই সিদ্ধান্ত বিসিসিআই যখন নিয়েছে , তাঁর আগেই নাইটদের ম্যাচ বেঙ্গালুরুতে বাতিল হয়ে যায় এবং তাঁর আইপিএল থেকে ছিটকে যায়।